মুক্তিজোটের সিলেট অঞ্চল কমিটি ঘোষণা
হৃদয় ইসলাম :
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-এর কেন্দ্রীয় কমিটির সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি মোঃ শাহজামাল আমিরুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট অঞ্চল কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে সাংবাদিক তোফায়েল আহমদকে, যুগ্ম আহবায়ক হিসাবে রাখা হয়েছে আলতাফ হুসাইন নুমান ও এনামুল হক চৌধুরী এবং সদস্য সচীব করা হয়েছে সোমা বেগম কে।
প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট অঞ্চলের সকল সাংগঠনিক দায়িত্ব পালন করবে এ কমিটি এবং ক্রমান্বয়ে অঞ্চলের পূর্ণাঙ্গ ১১ জনের কমিটি গঠন ও সিলেট অঞ্চলভুক্ত (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার) জেলাসমূহের কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
সিলেট অঞ্চল কমিটির আহবায়ক তোফায়েল আহমদ কমিটি পাওয়ার পর বলেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে কাজ করে যাবো। এমনকি সংগঠনের সকল সাংগঠনিক কাজে অংশ গ্রহনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। আগামীর সকল আন্দোলন সংগ্রামে আবু লায়েস মুন্না ভাই ও আমিরুল ভাইয়ের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো বলে অঙ্গীকারও করেন।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta