মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিলংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে গৌরীপুর থানাধীন কলতাপাড়া বাজার হতে ১৬জুলাই রাতে মাদক ব্যবসায়ী ১/ মোঃ আজিজুল মিয়া(২২), পিতাঃ মোঃ হানিফ মিয়া, মাতাঃ মোছাঃ আয়েশা, সাং- কৃষ্টপুর নিউ কলোনী, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ ২/ মোজাম্মেল হক(২৫), পিতাঃ রাসেল মিয়া, মাতাঃ মিনারা খাতুন, সাং- উজান কাশিয়ার চর, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহদ্বয়কে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta