নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে নকল ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ১৩৩ কাটুন কীটনাশক জব্দ করা হয়েছে।সোমবার (২১ জুলাই) দুপুরে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান অভিযানে উপজেলা সদরের সার পট্রিতে নকল ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে মের্সাস মন্ডল টের্ডাসের মালিক মো. নুরুল আমিনের উল্লেখিত টাকা জরিমানা ও কীটনাশক শব্দ করা হয়।
অভিযানে ওই দোকান থেকে এমকিল-৩ জিআর-২৫ কার্টুন, ডায়াজিনন - ১০ জি ২৫ কার্টুন, গ্রিনার-৮০ ডব্লিউ ডিজি ৫০ কার্টুন, সেজল ১০০ মিলি ১২ কার্টুন, ৫০০ মিলি ৬ কাটুন, নিটেক্স -৩ ডব্লিউ জি ১০ কার্টুন, পদ্মা ডান - ৫ জি ৫ প্যাকেট, (১ কেজি) নকল ও ভেজাল কীটনাশক জব্দ করা হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta