মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে অতিরিক্ত ধান চাল মজুদ করায় দুইটি রাইস মিলে ৫০ হাজার টাকা জরিমানা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকালে উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুরে নাহার এগ্রো ও হাট চকগৌরীর ডিএম অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। অভিযান পরিচালনার সময় নাহার এগ্রোতে অবৈধভাবে অতিরিক্ত ১০০০ মেট্রিক টন চাল ও ২১০ মেট্রিক টন
ধান অবৈধ মজুদ রাখা ছিলো। অপরদিকে, ডিএম অটো রাইসমিলে ১২০০ মেট্রিক টন ধান ও ২৩২ মেট্রিক টন
চাউল মজুদ ছিলো। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.
আরিফুজ্জামান নাহার এগ্রোর ২০ হাজার টাকা জরিমানা ও ডি এম অটো রাইসমিলে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উভয় মিলের ম্যানেজারকে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশিদুল ইসলাম, খাদ্য পরিদর্শক মোঃ সোহেল রানা, ওসিএলএসডি মোহাম্মদ জাহেদুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta