হৃদয় ইসলাম :
দীর্ঘ চার দশকের বন্ধুত্ব, স্মৃতি আর আবেগের মিলনমেলায় মতিঝিল চুরাশিয়ান বন্ধুদের এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত চুরাশিয়ান বন্ধুদের সাম্প্রতিক পদোন্নতি এবং সরকারি দপ্তরে কর্মরত কীর্তিমান বন্ধুদের সম্মাননা প্রদান উপলক্ষে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ১৫ ডিসেম্বর ২০২৫ ইং, সন্ধ্যা ৬টায় মতিঝিলের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মতিঝিল চুরাশিয়ান বন্ধুদের অন্যতম সদস্য নুরুজ্জামান হাওলাদার, সাজু হোসেন, আলী আহসান দিপু ও মাহামুদুল হাসান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মোঃ আমজাদ হোসেন খান, নির্বাহী পরিচালক (গ্রেড-১), বাংলাদেশ ব্যাংক।
দীর্ঘ ৪১ বছর পর একত্রিত হতে পেরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুদের মধ্যে ছিল আবেগ, আনন্দ ও উচ্ছ্বাসের এক অনন্য পরিবেশ। কৈশোর ও তারুণ্যের স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে প্রমাণিত হয়, সময় ও দূরত্ব যতই হোক না কেন, চুরাশিয়ান বন্ধুদের বন্ধুত্ব আজও অটুট ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, সময়ের পরিক্রমায় পেশাগত জীবনে সবাই ভিন্ন ভিন্ন অবস্থানে পৌঁছালেও পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধনের জায়গা কখনো দুর্বল হয়নি। সুখ-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকার থেকেই এই পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্মাননা প্রাপ্ত বন্ধুরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বন্ধুদের কাছ থেকে পাওয়া এই সম্মান তাদের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। এই ভালোবাসা ও স্বীকৃতি তাদের আগামী দিনগুলোতে আরও দায়িত্বশীল ও মানবিক হতে উৎসাহিত করবে। ভবিষ্যতেও সবাই যেন এই বন্ধুত্বের বন্ধন অটুট রেখে মিলেমিশে থাকতে পারেন,এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে স্মৃতিচারণ, ছবি তোলা এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। একে অপরের হাত ধরে জীবনের শেষ দিন পর্যন্ত ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সকল চুরাশিয়ান বন্ধু।
এই আয়োজন শুধু একটি সংবর্ধনা অনুষ্ঠানই নয়, বরং বন্ধুত্ব, মানবিকতা ও দীর্ঘদিনের সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে,এমনটাই মনে করেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta