মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পার্শ্ববর্তী ফুলকুমার নদীতে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে রুবেল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার মৌজার খয়বর মোড় এলাকার একাকার শমসেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রুবেল তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে ফুলকুমার নদীতে মাছ ধরতে যান। কিছু সময় পর বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নদীর কিছুটা দূরে কিছু ভেসে থাকতে দেখে এগিয়ে গিয়ে রুবেলের নিথর দেহ উদ্ধার করে। পরে তাঁকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রুবেলের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শান্ত স্বভাবের ও পরিশ্রমী একজন যুবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta