শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

Headline :
নয়াপল্টনে জিসপের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন না করার অভিযোগ জিয়াউর রহমানের মাজারে জিসপ নেতাকর্মীদের শ্রদ্ধা ও দোয়া বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা সদরঘাটে ব্যতিক্রমধর্মী নাস্তা বিতরণ কর্মসূচি ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ১৫তম চাঁপাই উৎসব  কলমাকান্দায় ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ হাদীর মৃত্যু ও সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ মুক্তিজোটের ওএমএস অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিকের ওপর হামলা জুলাই বিপ্লব উদযাপন বক্সিং প্রতিযোগিতা কাল

বোয়ালখালীতে বিলুপ্তপ্রায় খেজুর গাছ-ঔষধি গাছের চারা রোপন-বিতরণ 

Reporter Name / ৯৪ Time View
Update Time : শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু চরম সংকটের মুখে। তাই এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা – বৃক্ষ রোপণে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে গতকাল ৪ জুলাই শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বোয়ালখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ-এ পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ২০০০টি বিলুপ্তপ্রায় খেজুর গাছের চারা ও ঔষধি গাছের চারা বিতরণ এবং মসজিদ সংলগ্ন কবরস্থান ও সড়কে খেজুর গাছের চারা ও নিম চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।

পরিবেশ সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেব মো. নুরুন্নবী চৌধুরী, শ্রীপুর বুড়ো মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা ( ম: জি: আ:), পেশ ইমাম মাওলানা আব্দুল মুত্তালিব ( ম জি আ)।
এসময় আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বাগোয়ান ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মুহাম্মদ জেবর মুল্লুক, ফৌজদার পাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ইউনুস, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী, শ্রীপুর বুড়া মসজিদের ওয়ারিশান কাওসার চৌধুরী, শাহেদ আলম চৌধুরী, নুরুল আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বাংলাদেশ আজ মারাত্মক পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে। মারাত্মক এ সংকট মোকাবেলায় সরকার কাজ করছে। এরপরও সরকারের পাশাপাশি আমাদের সকলকেও নাগরিক দায়িত্ববোধ থেকে পরিবেশ উন্নয়নে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স যেভাবে এগিয়ে এসেছে পরিবেশ উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবেলায় তা প্রশংসার দাবিদার। আজকের বোয়ালখালী উপজেলার শ্রীপুর বুড়ো মসজিদে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠান অনুকরণীয় এবং উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স এর সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য এইচ.এম.শামীম, লায়ন মাহতাব উদ্দিন, আখতার হোসেন নিজামী।

উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুসল্লীদের মাঝে বিলুপ্তপ্রায় খেজুর গাছ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন এবং মসজিদ সংলগ্ন পুকুরপাড় ও কবরস্থানে চারা রোপণ করেন। এ অনুষ্ঠানে প্রায় ২০০০ টি খেজুর গাছ ও ঔষধী গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *