বিদ্যুৎস্পৃষ্ট নয়, বলাৎকারের পর হত্যার অভিযোগ
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় তাসনিমুল হাসান সাজিদ (১৫) নামক এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শিশুটির পিতা মো. মাইনুদ্দিন আজাদ বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালতে গত ১ জুলাই দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন-কক্সবাজার জেলার পেকুয়ার বাসিন্দা নাছির উদ্দিন এবং লোহাগাড়া সদরের সাতগড়িয়া পাড়ার বাসিন্দা নিহতের আপন নানা আবুল হোসেন।
নিহত সাজিদকে ২৪ জুন একটি পরিত্যক্ত জমিতে মৃত অবস্থায় পাওয়া যায়। মামলার বাদীর অভিযোগ, পুনরায় লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করলে তাঁর ছেলের সঠিক মৃত্যুর কারণ বের হয়ে আসবে।
অভিযোগে জানা যায়, নিহত সাজিদ আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। গত ২৪ জুন বিকেলে তাসনিমুল হাসান সাজিদ প্রতিদিনের ন্যায় সদর উপজেলার সাতগড়িয়া পাড়ার শরিয়ত উল্লাহ জামে মসজিদ সংলগ্ন একটি কক্ষে মোয়াজ্জিন নাছির উদ্দিনের কাছে পড়তে যায়।
বিকেল সাড়ে ৪টায় সাজিদের মা তসলিমা আক্তারকে শিক্ষক নাছির উদ্দিন ফোনে জানান, তার ছেলে সাজিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশ্ববর্তী পরিত্যক্ত জলাশয়ে পড়ে আছে।
এ ব্যাপারে মামলার বাদী সাজিদের পিতার অভিযোগ, আসামিরা সাজিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রচার করে লোহাগাড়া থানাকে অবহিত না করে তাড়াহুড়ো করে লাশ দাফন করেন। শিশুটির মৃত্যুর খবর পেয়ে শিক্ষক নাছির উদ্দিন পালিয়ে যান। পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানতে পারেন শিশুটির শরীরে কোন বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন ছিলো না।
তিনি আরও অভিযোগে জানান, শিক্ষক নাছির উদ্দিন যৌন নির্যাতনের পর মুখে বালিশ চাপা দিয়ে সাজিদকে হত্যা করে।
এ ব্যাপারে মামলা বাদী ও নিহত সাজিদের পিতা মাইনুদ্দিন আজাদ জানান, আমি ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তি চাই। এ ব্যাপারে অভিযুুক্ত শিক্ষক নাছিরের মোবাইলে যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
এ মামলার তদন্ত কর্মকর্তা লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আব্বাস আলী জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠাব, রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে, বিষয়টি এখন প্রক্রিয়াধীন। তবে কোন আসামীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta