বিএনপির বর্ধিত সভায় কেন দাওয়াত দেওয়া হয়নি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদকে?
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বর্ধিত সভায় *জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ* (জিসপ) নেতৃবৃন্দকে দাওয়াত না দেওয়ার বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই সংগঠনের নেতারা প্রশ্ন তুলেছেন, কেন দীর্ঘদিন ধরে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে কাজ করা *জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ* এর নেতাদের সম্মান জানিয়ে দাওয়াত পাঠানো হয়নি?
বিএনপির সিনিয়র সকল নেতা জানেন, *জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ* দীর্ঘ ২৬ বছর ধরে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশের রাজনীতি এবং ২৪ এর স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে। তাদের আন্দোলন, ত্যাগ ও সহমর্মিতার কারণে আজ দেশ নতুন ২৪ স্বাধীন হয়েছে,
তবে দুঃখজনকভাবে এ সংগঠনকে বর্ধিত সভায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
এদিকে, অন্য নতুন ও অকেজু সংগঠনগুলোর নেতাদের দাওয়াত দেওয়া হলেও *জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ* এর নেতাদের দাওয়াত না করার বিষয়টি দলের ভিতরেই নানা আলোচনা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই অবহেলাকে কেন্দ্র করে অনেকেই জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) ও BNP রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ভাবছেন।
*জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ* বিএনপির সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত সহযোগী সংগঠন হিসেবে দেশের বিভিন্ন আন্দোলন, সংগ্রামে তাদের অংশগ্রহণ ছিল দৃশ্যমান। বিশেষ করে বিএনপির কঠিন সময়গুলোতে তারা মাঠে থেকে দলের আন্দোলনকে সমর্থন দিয়েছে। তবে এখন এই সংগঠনকে কেন অবজ্ঞা করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে।
সিনিয়র নেতাদের জিগ্যেস করায় ও প্রতিবাদ করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ ((জিসপ) কেন্দ্রীয় সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন কে বর্ধিত সভায় কার্ড ও দাওয়াত দেওয়া কথা জিজ্ঞেস করলে তিনি জানান। সিনিয়র নেতারা জানেন কেন? দাওয়াত দেওয়া হয়নি। আমি জানি না।
*জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ* এর নেতৃবৃন্দের মধ্যে এক বিরক্তি এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে, যা দলের ভবিষ্যতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তারা বিএনপির সিনিয়র নেতাদের কাছে এই বিষয়ে স্পষ্টতা দাবি করছেন,
শামসুর রহমান দুদু, বরকতউল্লাহ বুলু, আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ জিজ্ঞাসা। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।
*বিএনপি*'র জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে পারে, কারণ *জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ* তাদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং সংগ্রামের কারণে দলের অমূল্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta