বরিশাল ৪- আসনের জনগনের পাশে সাংবাদিক হৃদয় ইসলাম
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মেহেন:
বরিশাল-৪ আসন মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট এলাকার জন্য মানবিক, আধুনিক ও গণমুখী রাজনৈতিক চেতনা প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।
নদীবেষ্টিত এই জনপদ বার বার অবহেলিত হয়েছে ক্ষমতার রাজনীতির কাছে। আসুন, আমরা সবাই মিলে এই এলাকাকে মুক্ত করি চাঁদাবাজি, মাদক,দখলবাজি ও সিন্ডিকেট নির্ভর দুর্বৃত্ত রাজনীতি থেকে। আমাদের লক্ষ্য হবে একটি মানবিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলা — যা সত্যিকার অর্থেই সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।
জনগণই পারেন পরিবর্তনের পথ তৈরি করতে। অন্যায় অনিয়ম দখলধারি,দুর্নীতি ও চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত বরিশাল ৪ আসনের গণমানুষের দাবি।
সৎ সাহসী সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে হৃদয় ইসলাম গরিব দুঃখী মানুষের পাশে থেকে কথা বলবে। একটি সৎ, সাহসী নেতৃত্ব গঠনে আপনাদের পাশে থাকতে চাই।
আমরা যদি একসঙ্গে আন্তরিকভাবে কাজ করি, ইনশাআল্লাহ সফলতা আসবেই। আল্লাহ আমাদের সহায় হোন। সাংবাদিক
হৃদয় ইসলাম চুন্নু মেহেন্দিগঞ্জ, কাজিরহাট, হিজলা গণমানুষের পাশে আছে। যেকোন অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজের বিরুদ্ধে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta