রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধিঃ
বরিশাল জেলার হিজলা উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টায় গুয়াবাড়িয়া ইউনিয়ন পর্যায়ে,মাউলতলা সরকারি প্রাঃ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে,৪ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৪, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল গোল্ডকাপ প্রাথমিক শিক্ষা টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা,,উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাব মাহমুদ দীপু শিকদার, আরো উপস্থিত ছিলেন গুয়াবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম মৃধা,সহকারি শিক্ষা অফিসার মোঃ আলী আহমেদ খান,ম্যানেজিং কমিটির সভাপতি তারিফ মাহমুদ তালুকদার,মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন খান, স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক খোকন মুন্সি, সহ হিজলা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত থেকে ফুটবল খেলা পরিচালনা করেন, মাউলতলা সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম সহ সঞ্চালনায় পূর্ব কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুদ্দিন ফোরকান ।