২২শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে মুক্তিজোট- এর সংগঠন প্রধান আবু লায়েস মুন্না বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আশ্রয়, খাদ্য ও মানবিক ত্রাণসহ পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন । ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।
তিনি বলেন, আকস্মিক এ বন্যা বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের জেলাগুলোতে আঘাত হেনেছে, যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন। তিনি বর্তমান সরকারকে অনুরোধ করেন- বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা ও জান-মাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।
মুক্তিজোটের সংগঠন প্রধান বন্যাদুর্গত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, সকলে সাবধানে থাকুন, জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে যান, বাড়িতে অবস্থান করলে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন, মোম মজুত রাখুন। তিনি আরও বলেন আমাদের মানবতাকেই সমুন্নত রেখে এই সংকটে একে অপরের পাশে থাকব, পারলে পাশের আশ্রয় কেন্দ্রে ও প্রতিবেশীদের শুকনা খাবার দিয়ে পাশে দাঁড়াব।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta