মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার অদূরে এক খড় ব্যবসায়ীর মজুত করে রাখা খড়ের গাদায় শত্রুতার বশীভূত হয়ে কে বা কারা আগুন ধরে দেয়। আগুনে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে, জানান ভুক্তভোগী পরিবার। প্রতিকারের আসায় থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। গতকাল সোমবার রাতে পৌর শহরের খড়ি ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান মন্ডলের খড়ের পালায় আগুন দিয়ে ভস্মিভূত করে দেয়া হয়। এঘটনায় পরিবারের লোকজন এবং এলাকাবাসী আতংকিত হয়ে পরে। একাধিক মহল্লাবাসীর অভিযোগ আমরা সবাই যে যার মতো করে আগুন নিভানোর চেষ্টা করেছি। তবে সময় মত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত না হলে আগুনের লেলিহান শিখা আমাদের বাসাবাড়িতে ছড়িয়ে পরত। এমন জঘন্য কাজ যেই করুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনর প্রতি অনুরোধ করেন সঠিক তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইন অনুব ব্যবস্থা গ্রহণ করুক।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta