* অভিযোগের তীর কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলীর দিকে
* নিম্নমানের সামগ্রী ঢাকতে তড়িঘড়ি করে হালকা বৃষ্টির মধ্যেও সড়কে তেল মেরে বালি দেওয়ার অভিযোগ
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউপি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র পত্র-পত্রিকায় উঠে আসার পর নিম্নমানের সামগ্রী ঢাকতে তড়িঘড়ি করে হালকা বৃষ্টির মধ্যেও সড়কে তেল মেরে বালি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার সপনের বিরুদ্ধে। আর এ বিষয়ে ব্যাবস্থা না নেওয়ায় কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী মো: আরিফ উদ্দৌলার এ ধরনের কাজে যোগসাজশ আছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
রবিবার (২৫ মে) বেলা ৩ টার দিকেসরেজমিনে যেয়ে দেখা গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তেল মারা হচ্ছে সড়কে। সঙ্গে সঙ্গেই বালি দেওয়া হচ্ছে। তেলের তীব্র গন্ধ বের হচ্ছে।
স্থানীয়রা ধারণা করছেন, বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ও কেরোসিনের সংমিশ্রণ ব্যাবহার করে সড়কে দেওয়া হচ্ছে হালকা বৃষ্টির মধ্যেও। সেজন্য এ তীব্র গন্ধ বের হচ্ছে।
সড়কে নিম্নমানের সামগ্রী ঢাকতে তড়িঘড়ি করে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও দেওয়া হচ্ছে তেল ও বালি।
এছাড়াও রাস্তায় বিটুমিন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে পোড়া মবিল ও কেরোসিনের সংমিশ্রণ। ফলে বালি দিয়ে এটাকে তড়িঘড়ি করে ঢেকে দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় আম্ফান প্রকল্পের এ কাজটি শুরুর তারিখ ছিল ২৯/০১/২০২৪ ইং। কার্যাদেশ অনুযায়ী কাজ সমাপ্তির তারিখ ছিল: ২৮/১০/২০২৪ ইং।২০২৩-২৪ অর্থ বৎসরের এ কাজের নাম কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন মিনিসিপাল বাজার-হাটশহরিপুর ইউপি সড়ক পুর্নবাসন (চেইঃ ৫৪০-৩৭৯০ মিঃ)।
সড়কটির ৩২৩০ মিটারের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করে হয়েছিল ২,৮০,০৯,১৮৭/-টাকা এবং চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছিল ২,৫২,০৮,২৬৯/-টকা।
মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ, খামারপাড়া, শেরপুর, মাগুরা এর নামে কাজটি টেন্ডার হলেও এখন কাজটি করছেন কুষ্টিয়ার সপন নামের এক ঠিকাদার। এই কাজের সড়কের আইডি নং-২৫০৭৯৩০০১।
এ বিষয়ে জানতে এলজিইডির কুষ্টিয়া সদর উপজেলা প্রকৌশলী মো: আরিফউদ্দৌলার মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।এ বিষয়ে জানতে কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। তাকে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta