শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
প্রতিনিধি নাটোর:
নাটোরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ নভেম্বর (সোমবার) জেলা প্রশাসন নাটোর, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ আবুল হায়াত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের এডিএলজি জনাব সুমাইয়া মমতাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক জনাব আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাটোরসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন ৩৪ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক এবং ২৮ জন উপজেলা সমন্বয়কারী।
সভায় বক্তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় সময় ও ব্যয় দুই-ই কমবে এবং সঠিক বিচার নিশ্চিত হবে।