নয়াপল্টনে (জিসপ) আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
ঢাকা জেলা প্রতিনিধি :
গতকাল ১৭ মার্চ ২০২৫, বিকাল ৪টায় নয়াপল্টনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মো: কামাল হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিকত ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমমান কাদের চৌধুরী, জিসপ-এর উপদেষ্টা শামীমা বরকত লাকি, লেবার পার্টি সভাপতি লায়ন ফারুক রহমান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
এছাড়া, উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) ঢাকা জেলা দক্ষিণের সভাপতি এস, এস হৃদয় ইসলাম চুন্নু সাংগঠনিক সম্পাদক মো: সুলতান আলী। বক্তারা তাদের বক্তব্যে সমাজের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা সকলের মধ্যে শান্তি, ঐক্য এবং দেশের উন্নয়নের জন্য একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে, দেশ ও জাতির কল্যাণে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় উপস্থিত সবাই একযোগে আল্লাহর কাছে দেশ ও জাতির উন্নতি এবং নেতাদের সুস্থতা কামনা করেন।
এ ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সভা দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং একতার পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করে, যা জাতীয় উন্নয়নের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta