শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
রাজধানী প্রতিনিধি :
আজ ০৭ জানুয়ারি ২০২৬, বিকাল ৩টায় নয়াপল্টনে জিসপের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব এম. গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও এম. এ. মোহিত চৌধুরী, ঢাকা জেলার সভাপতি হৃদয় ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি রুহুল আমিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোক সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।