বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
এস এম হৃদয় ইসলাম, সাধারণ সম্পাদক, কোতোয়ালী থানা প্রেসক্লাব
ঢাকা প্রতিনিধি :
ঢাকা-৭ আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে দায়িত্ব পাওয়ায় জননেতা হামিদুর রহমান হামিদ-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কোতোয়ালী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় এস এম হৃদয় ইসলাম বলেন,
জননেতা হামিদুর রহমান হামিদ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং উন্নয়নমুখী রাজনীতিতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ঢাকা-৭ আসনের মানুষের পাশে থেকে তিনি যে সেবামূলক কর্মসূচি চালিয়েছেন, তা জনতার আস্থা অর্জন করেছে। এই আসনে ধানের শীষের নেতৃত্বে তাঁর মনোনয়ন জনগণের প্রত্যাশার প্রতিফলন।
তিনি আরও বলেন,আমরা আশা করি, তাঁর নেতৃত্বে ঢাকা-৭ আবারও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথে অগ্রসর হবে। দলের নেতা-কর্মী ও এলাকার জনগণ তাঁর পাশে ঐক্যবদ্ধভাবে থাকবে—এটাই আমাদের বিশ্বাস।
এস এম হৃদয় ইসলাম জননেতা হামিদুর রহমান হামিদ-এর সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক জীবন ও সফলতা কামনা করেন।