দলীয় বিভক্তির অবসান, পটিয়া উপজেলা বিএনপিতে ঐক্যের নবসূচন
মোঃ আজম খাঁন, চট্টগ্রাম:
দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভক্তির অবসান ঘটিয়ে অবশেষে পটিয়া উপজেলা বিএনপিতে ফিরে এসেছে বহুল প্রত্যাশিত ঐক্য। দলীয় কোন্দলের জটিলতা নিরসন করে একত্রিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। ফলে দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৯ জুন) বিকেলে চট্টগ্রাম শহরের একটি কার্যালয়ে পটিয়া উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঐক্য পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেন নেতারা।
নেতৃবৃন্দ বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। পটিয়া উপজেলা বিএনপি এখন থেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”
সভায় উপস্থিত ছিলেন দলীয় অভিজ্ঞ প্রবীণ নেতাসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। সকলের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ আচরণ, আন্তরিকতা ও দলের প্রতি দায়বদ্ধতার প্রকাশ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্বে মতপার্থক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত ছিল পটিয়া উপজেলা বিএনপি। এতে দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়। তবে নেতাদের আন্তরিক প্রচেষ্টা ও শুভবুদ্ধির জাগরণে এবার সেই অচলাবস্থার অবসান ঘটেছে।
এ ঐক্যকে ঘিরে এখন দলের তৃণমূল পর্যায়ে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় কর্মী-সমর্থকরাও এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগে ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামসহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta