রুনালায়লা,কেরানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-মাওয়া হাইওয়ের মুজাহিদ নগর আন্ডারপাসের দক্ষিণ পাশে ঝিলমিল সংলগ্ন রাস্তায় ট্রাক চালকের ওপর সংঘটিত দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় একজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) সকালে আনুমানিক ৬টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাক চালক মোহাম্মদ রানা হোসেন (২৭) ট্রাক থামিয়ে রাস্তার পাশে প্রাকৃতিক কাজে ব্যস্ত ছিলেন। সে সময় চারজন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করে। পরে তার নিকট থেকে নগদ ১৮,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ভিকটিমের চিৎকার শুনে পাশেই দায়িত্ব পালনরত এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ছিনতাইকারীকে আটক করেন। আটককৃত ব্যক্তির নাম আল আমিন আল আমিন (৩০)। তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। তবে অপর তিনজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং ৫৩(১১)২৫, ধারা ৩৯৪ পেনাল কোড এর অধীনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta