তা হলে কি বিএনপির দলীয় প্রতীক পাচ্ছেন নূরুর রহমান জাহাঙ্গীর
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
৮০ ও ৯০-এর দশকে স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে যাত্রা শুরু করেছিলেন নূরুর রহমান জাহাঙ্গীর। শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের সঙ্গে থেকে দীর্ঘ সময় লড়াই-সংগ্রাম আর জুলুম-নির্যাতন সহ্য করে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।
দলের প্রতি অগাধ ভালোবাসা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ধাপে ধাপে উঠে আসেন কেন্দ্রীয় রাজনীতিতে। রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন—এইবার মেহেন্দিগঞ্জ থেকে বিএনপির দলীয় প্রতীক পেতে যাচ্ছেন তিনি।
নূরুর রহমান জাহাঙ্গীর রাজনৈতিক দক্ষতার কারণে বিভিন্ন সময় দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল (মুজাদেদ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি (২০০৩–২০১০): সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি (১৯৯৩–২০০৩): সহ-সাংগঠনিক সম্পাদক
বিএনপি বরিশাল উত্তর জেলা শাখা (১৯৯৪–২০০৫): যুগ্ম সম্পাদক
যুবদল বরিশাল সদর উত্তর জেলা শাখা:
সভাপতি (১৯৯৩–২০০৫)আহ্বায়ক (১৯৮৯–১৯৯৩ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তাঁকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা একজন পরীক্ষিত নেতা হিসেবে এইবার দলীয় মনোনয়ন তাঁর পাওয়াই স্বাভাবিক।
নূরুর রহমান জাহাঙ্গীর নিজেই জানিয়েছেন, “অনেকে বিভিন্ন সময় ভুয়া নমিনেশন ট্যাগ ব্যবহার করেন। তাই বিভ্রান্তি এড়াতে আমরা সঠিকভাবে দলের মনোনয়ন পত্র দাখিল করেছি।”
স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও তার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় রয়েছেন। আসন্ন নির্বাচন ঘিরে মেহেন্দিগঞ্জে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।বরিশাল -৪ মেহেন্দিগঞ্জ,হিজলা, কাজিরহাট এলাকাবাসী সকলের প্রতি আমার অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta