শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
তারেক রহমান বিএনপির চেয়ারম্যান ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আজ দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্রের আলোকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের পূর্ণ সমর্থনে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর মাধ্যমে আজ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্র জানায়, নেতৃত্বের এই সিদ্ধান্ত দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।