সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
হৃদয় ইসলাম:
চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মব জাস্টিসের শিকার তফাজ্জল নিহতের বিচার চেয়ে মানববন্ধন করেছে জাগ্রত বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে শাহবাগে অনুষ্ঠিত মানবন্ধনে সংগঠনটি এ কথা জানায়। একপর্যায়ে গণপিটুনির সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি।
উপস্থিত ছিলেন হৃদয় ইসলাম চুন্নু তিনি বলেন আইন নিজের হাতে তুলে নেয়া একটি অপরাধ তফাজ্জল যদি কোন অপরাধ করে থাকে তাকে আইনের কাছে তুলে দিতো। আদালত তাকে শাস্তি দিত।
জেবিডির ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব শাহনেওয়াজ ফাহাদ বলেন, “কোন দেশে মব জাস্টিস প্রচলিত হওয়া মানে সে দেশের প্রচলিত সিস্টেমসহ সংবিধানকে বুড়ো আঙুল দেখানো।”
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জাসেম আলম বলেন, “স্বৈচারারী রয়ে গেছে নানান মুখোশে। সেই মুখোশই অন্তর্ঘাত ঘটায় বারবার”
জাগ্রত বাংলাদেশের সভাপতি আজমুল জিহাদ বলেন, “এ মাটিতে নি:শ্বাস নেবে সবাই। এমন স্বপ্নেই ৩৬ জুলাই এসেছিলো। নীল আকাশ আর সাদা মেঘ যেমন সুবিধা প্রাপ্ত নাগরিকের জন্য সমান তেমনি সমান অপ্রকৃতস্থ তফাজ্জলের জন্যেও। আমরা দেখেছি স্বৈরাচার হটিয়ে দেবার পর সুবিধাবাদীরা কিভাবে হামলা করেছে মন্দিরে, মাজারে। রাজশাহীতে মারা গেছেন পঙ্গু সাবেক ছাত্রলীগ নেতা। গতকালও জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ করেছেন এমন একজনকে হত্যা করা হয়েছে। ঠিক যেমন স্বৈরাচার শিবির ট্যাগ দিয়ে বিরুদ্ধ মত দমন করত। এই মব কালচার বন্ধ করতে হবে।
জাগ্রত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিএম নূরুল আমিন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, “মব জাস্টিসের নামে ইনজাস্টিস চলতে দেওয়া যায় না। তাই পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধী শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দিচ্ছি।”
বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে এক ছিন্নমূল অপ্রকৃতস্থ ব্যক্তিকে পিটিয়ে মারা হয়। পরে তিনি মারা যান। পরবর্তীতে জানা যায় যে তার নাম তোফাজ্জল। নিহতের বাড়ি বরগুনার পাথরঘাটায়।