সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
ঢাকা রেশনিং এর নিরাপত্তা প্রহরী আনোয়ার এআরও শহীদুলের খাদ্য বন্টনের সহযোগী
নিজস্ব প্রতিবেদন :
ঢাকা রেশনিং এর নিরাপত্তা প্রহরী মো: আনোয়ার হোসেন এখন ওএমএস এর ডিলারদের আটা ও চাউল বন্টনকারীর সহযোগীর দায়িত্বে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ওএমএস ডিলারদের অভিযোগ একজন নিরাপত্তা প্রহরী কিভাবে চাইল ও আটা বন্টনের সহযোগী হয়। নিরাপত্তা প্রহরীকে দিয়ে
ওএমএস এর চাউল ও আটা বন্টনের কাজ করালে সরকারি দপ্তরের অবস্থা কি। নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের একজন কর্মচারী জানান তিনি নিরাপত্তা প্রহরী হলেও কাজ করেন বণ্টনে সহকারী হিসেবে। এ কারণে তিনি প্রতিমাসে কয়েকজনকে ম্যানেজ করেন। প্রতি ডিলাদের কাছ থেকে হাদিয়া নিয়ে।
এবিষয়ে ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রক (সিসিডিআর) জনাব মো: জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে। তিনি এপ্রতিবেদকে জানান এটা কোন বিষয় না নিরাপত্তা কর্মী আনোয়ার হোসেনের অনেক অভিজ্ঞতা আছে তাই তাকে দিয়ে করানো হচ্ছে।
আনোয়ারের কাছে তার পদবি বিষয় মুটো ফোনে জানতে চাইলে। তিনি এপ্রতিবেদকে বলেন আপনার কাছে কেন বলবো আপনিকে? রাগান্ন্তিত হয়ে বলেন আপনি আমার অফিসে আসেন।