স্টাফ রিপোর্টার:
পর্ব ১
রাজধানীর মোহাম্মদপুর ও জিগাতলার দুটি ওএমএস বিক্রয় পয়েন্টে আটা ও চাল বিক্রিতে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গিয়ে এই অনিয়মের প্রত্যক্ষ প্রমাণ পান ৭১ বাংলা বার্তা -এর গণমাধ্যমকর্মী।
তিনি জানান, ১৭ নভেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে অবস্থিত ওএমএস ডিলার মো. হারুন অর রশিদের পয়েন্টে উপস্থিত হয়ে দেখা যায়, সরকারি আটা–চাল বহনকারী গাড়িটি পয়েন্টে নেই। কিছুদূর এগিয়ে গিয়ে তিনি দেখেন, ঢাকা মেট্রো-ঠ১৩-১৭৯৭ নম্বরের গাড়িটি ওএমএসের আটা ও চাল নিয়ে এলাকা ত্যাগ করছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মো. নান্নু মিয়া (খা.প)-কে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গাড়িটি নাকি অন্য পয়েন্টে চলে গেছে।
এছাড়া একই দিন জিগাতলার জাপান-বাংলাদেশ হাসপাতাল সংলগ্ন বটতলায় ডি-৫ এর ওএমএস ডিলার মো. রুবেলের বিক্রয়স্থলে গিয়ে দেখা যায়, নির্ধারিত ট্রাকটি সেখানেও উপস্থিত নেই। তদারককারী কর্মকর্তা শফিকুল ইসলাম (মৃধা উপখা.প)-কে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ট্রাকটি বিকেল ৩টা ৫ মিনিটে চলে গেছে।
স্থানীয়রা জানান , চলমান ওএমএস কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ডিলার, তদারকি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন আচরণ স্পষ্টভাবে অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত দেয়। তিনি বিষয়টির স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta