ঢাকা মহানগর সাংবাদিক এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক
উম্মে হাবিব মনিষা :
ঢাকা মহানগর সাংবাদিক এসোসিয়েশন এর গতকাল বিকাল ৫ টায় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সিদ্ধান্তে মো: রাসেল কবির সভাপতি ও হৃদয় ইসলাম চুন্নুকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো: আবদুল আলীম অপরাধ বিচিত্রা মো:দেলোয়ার হোসেন ভুঁইয়া দৈনিক মুক্তির লড়াই,আবুল হাসেম দৈনিক বাংলার সংবাদ জাহিদুল ইসলাম, দৈনিক সকালের সময়, সোহাগ খান, দৈনিক বাংলাদেশ বুলেটিন, আনোয়ার হোসেন তথ্য বানী, আবুল হোসেন সিকদার দৈনিক ভোরের পাতা , ইমরান হোসেন দৈনিক চৌকস মো: আবদুল রহিম সজিব, দৈনিক বাংলাদেশ সমাচার,মো: আলমগীর হোসেন দৈনিক নয়া দিগন্ত, উম্মে হাবিব মনিষা ৭১বাংলা বার্তা, মো:কবির দৈনিক দেশ,মো:আসাদ বাংলা নিউজ মো: শাহ্ মোহাজ্জেম দৈনিক দিনপ্রতিদিন, রফিকুল ইসলাম মাসুদ দৈনিক মুক্ত খবর,মো: সরোয়ারদি দৈনিক সকালের সময় জহিরুল ইসলাম রাজু, দুর্নীতির সন্ধানে,শরিফুল হক তথ্য বাণী,রায়হান উদ্দিন মানিক দৈনিক বাংলাদেশ সমাচার,আসমা আক্তার সিলা দৈনিক মুক্তখবর। সাধারণ সম্পাদক হৃদয় ইসলাম চুন্নু বলেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। ন্যায়ের পথে থেকে পরিচালনা করতে পারি।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta