মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
ঢাকার কেরানীগঞ্জে আগুন লেগে ঘর পুড়ে ছাই
ভাবনা খানম :
কেরানীগঞ্জ চুনকুটিয়া হিজল তলা বাজার এলাকায় গতকাল ৩১শে ডিসেম্বর দুপুরের দিকে আব্দুল রাজ্জাকের মালিকানাধীন ৩য় তলা ভবনের নিজ তলা আগুনে পুড়ে ছাই।
গত ২৬ তারিখে কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে।
এই আতঙ্কে এলাকাবাসীর তিতাস গ্যাস অফিসে যোগাযোগ করিলে। তিতাস গ্যাস জোন ৫ এর ম্যানেজার নাজির হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনা স্থানে উপস্থিত হয়। ১ঘন্টা চেষ্টা পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাবাসী জানান কয়েক জন কিশোর গ্যাসলাইট দিয়ে আতশবাজি ফোটানোর সময় এ আগুনের ঘটনা ঘটে।
আতশবাজীর ফুলকি একটি কক্ষের বিছানার উপর গিয়ে পড়লে ওই কক্ষে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। ১ঘন্টা চেষ্টার পড় আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী ।
২৬ তারিখের ওই সূত্র ধারনা করে ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাস অফিসে খবর জানালে। ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসের লোকজন ছুটে আসে। তিতাস গ্যাসের জোন ৫ এর ম্যানেজার নাজির হোসেন
বলেন গ্যাস লাইনের কোন লিকেস থেকে এই অগ্নিকাণ্ড ঘটেনি । উক্ত বাড়ির গ্যাসের রাইজার ও রান্না ঘর অক্ষত রয়েছে। কোন লিকেজের সন্ধান মেলেনি। ইতি মধ্যে কোন কোন এলাকায় লিকেজ মেরামত করা হয়েছে। এই কাজ চলমান রয়েছে।
ফায়ার সার্ভিস কেরানীগঞ্জ স্টেশনের কমকর্তা মো: কাজল বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে রওয়া দেন। তবে ফায়ার সার্ভিস টিম সেখানে পৌঁছানোর আগে এলাকাবাসী আগুন নিবিয়ে ফেলে। তিনি বলেন কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।