জেলা প্রতিনিধি :
ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি মোঃ শাহজামাল আমিরুল।
১৯ জুলাই গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তাঁরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কি, দেশ দীর্ঘ মেয়াদে সংকটে পড়ে গেছে এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেছে। বাংলাদেশে তো এমন কোনো দীর্ঘ মেয়াদি সংকটে পড়ে নাই যে মানবাধিকার কমিশনের অফিস লাগবে। প্রেস সচিবের সংবাদ সম্মেলনে এটাই মনে হয়েছে আমাদের।
তাঁরা বিবৃতিতে আরও বলেন, জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে পেরেছে এমন কোনো প্রমাণ নাই। এই কমিশন প্রসঙ্গে মানুষের শঙ্কা আছে তারা শুধু আধিপত্যবাদীর স্বার্থই রক্ষা করে। তারা মানবাধিকার নয়, ভিন্ন কোনো উদ্দেশ্যে আসতে চায় কী না সেটাও একটি প্রশ্ন সাধারণ জনগণের মধ্যে। জুলাই-আগস্ট বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল, তা বাস্তবায়নের পরিবর্তে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা জন–আকাঙ্ক্ষার পরিপন্থী ও স্বাধীনতার মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাই অন্তর্বর্তী সরকার যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে না আসে, তাহলে মুক্তিজোট সারা দেশে তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
সরকারকে সতর্ক করে তাঁরা আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা স্পষ্ট করে বলছি, শহীদের রক্তের বিনিময়ে গঠিত এই সরকারকে জনগণের মতামত উপেক্ষা করে খাল কেটে কুমির আনার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার দেওয়া হয়নি। বিষয়টিকে তাঁরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘স্পষ্ট হুমকি’ হিসেবে আখ্যায়িত করে বলেন বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই বরদাশত করা হবে না।
তাঁরা বিবৃতিতে দাবি করেন এই সরকারের মুল যে তিনটি কাজ তথা গণহত্যার বিচার ও সংস্কার প্রক্রিয়াকে দৃশ্যমান করে দ্রুত সুষ্ঠ ও অংশগ্রহণমুলক নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যথাযথ করা, তা না করে জুলাই আকাঙ্খার বিপরীত ক্রিয়াই করছেন সরকার।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta