রাজস্ব হারাচ্ছে সরকার
হৃদয় ইসলাম :
ঢাকার ডেমরা এলাকায় বিস্তৃতভাবে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এলাকার বিভিন্ন কারখানা ও বসতবাড়িতে তিতাস গ্যাসের কোনো বৈধ অনুমোদন ছাড়াই সংযোগ দেওয়া হয়েছে। এসব সংযোগের পেছনে রয়েছে তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় গ্যাস ঠিকাদারদের সরাসরি হাত।
সরে জমিনে যা জানা গেল:
ডেমরার গাউছিয়া, ধোলাইপাড়, কাজীরটেক ও শান্তিবাগ এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, কিছু ঘরবাড়ির পাশে ছোট ছোট গ্যাস পাইপ মাটির নিচ দিয়ে প্রবেশ করেছে অভ্যন্তরে। স্থানীয়রা জানান, রাতে বা ভোরে এসব সংযোগ কার্যকর করা হয়, যাতে জনসাধারণের নজর না পড়ে।
মাসে মাসে ভাগাভাগি:
এলাকাবাসী জানায়, এসব সংযোগ দেওয়া হয় তিতাস গ্যাসের কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা ও স্থানীয় ঠিকাদারের চুক্তিতে। মাস শেষে প্রতিটি অবৈধ সংযোগ থেকে টাকা তুলে ভাগ করে নেওয়া হয়।
একজন গ্যাস ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন,ওপর মহলে টাকা পাঠানো হয়। স্থানীয় প্রশাসনও জানে, কিন্তু কেউ কিছু করে না।
ভোগান্তিতে বৈধ গ্রাহকরা:
ডেমরার একাধিক বৈধ গ্রাহক অভিযোগ করেছেন, তারা মাসিক বিল দিচ্ছেন নিয়মিত, কিন্তু গ্যাসের চাপ পাচ্ছেন না। তারা মনে করছেন, এইসব অবৈধ সংযোগের কারণেই বৈধ সংযোগে গ্যাসের চাপ কমে যাচ্ছে।
আমরা নিয়ম মেনে বিল দিচ্ছি, অথচ রান্না করতে পারি না। অবৈধরা গ্যাস পায় বেশি!”
এক নারীর অভিযোগ, সকাল থেকে গ্যাস নেই, চুলা জ্বলছে না, অথচ পাশের দোকানে গ্যাস চলছে।”
পরবর্তী ধাপে যা আসছে:
সরাসরি অনুসন্ধানে আমরা পেয়েছি বেশ কয়েকজন অবৈধ সংযোগদাতার নাম ও ছবি। পরবর্তী পর্বে তুলে ধরা হবে:
এভাবে অবৈধ গ্যাস সংযোগ চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রতি মাসে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta