ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসির নেতৃত্বে,
হৃদয় ইসলাম :
ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি জনাব মোহাম্মদ আশরাফ ইমাম এর নেতৃত্বে, এডিসি সুলতানা ইশরাত জাহান এর দিকনির্দেশনায় এসি ট্রাফিক ওয়ারী জনাব কপিল দেব গাইন এর পরিচালনায় সরকারি নির্দেশনা মতে টিআই ইছমাইল হোসেন সঙ্গীয় অফিসার্স ফোর্স সহ ২২টি মহাসড়কের মধ্যে তার আওতাধীন মহাসড়ক (N8,N532 জুরাইন, পোস্তগোলা) এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল না করার জন্য চালকদেরকে মাইকিং করে সতর্ক বার্তা পৌঁছে দেন এবং কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta