জেলা ডিবি দক্ষিণ অজ্ঞান পার্টির ৬ আসামীকে গ্রেফতার
ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকা জেলার পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান বিপিএম,পিপিএম (বার) নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশশিরা হাবীব খান, পিপিএম-সেবা সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) আল মামুন কবির ও এসআই (নিঃ) জুলফিকার আলী সরদার এর একটি চৌকষ টিম বিশেষ অভিযানে ০৩/০৬/২০২৪ ইং রাত অনুমান ২১.৪৫ ঘটিকায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানধীন ঢাকা মাওয়া হাইওয়ে রোডের পাশে অজ্ঞানপার্টির/মলম পার্টির সদস্যরা অবস্থান করছে । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে অজ্ঞানপার্টির/মলম পার্টির সদস্যরা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টা কালে ৩ জন আসামী ১। মিজানুর রহমান (৩০) ০২। শাহজাহান (২৮) এবং ০৩। মো: ইদ্রিস কে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে চেতনানাশক ঔষধ ও সিরিঞ্জ জব্দ করেন । পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক ৪। আবুল কালাম (৬০) এবং ৫। হারুন অর রশীদ (৩৮) ৬। পারভেজ রানা খোকন (২৯) কে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। উপরোক্ত আসামীগন চেতনা নাশক ট্যাবলেট পানিতে গুলিয়ে সিরিজ দিয়ে ডাবের পানিতে মিশিয়ে দেয় । তারপর ঐ ডাব তাদের টার্গেটকৃত টাকা পয়সা ওয়ালা ব্যক্তি দেখে বিক্রি করে। তারপর ঐ ডাব এর পানি খেয়ে লোকজন অসুস্থ বা অচেতন হলে তাদের গ্রুপের সদস্যগণ সবাই মিলে ভিকটিমকে ঘিরে রাখে এবং একজন মলম পার্টি সদস্য ভিক্টিমের পকেটে থাকা টাকা-পয়সা অলংকার, ঘড়ি, মোবাইলসহ সকল মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আসন্ন ঈদ-উল-আযহাকে টার্গেট করে অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসতেছিল । গ্রেফতারকৃত আসামীদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা পাওয়া যায়। আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta