সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

জুলাই বিপ্লব উদযাপন বক্সিং প্রতিযোগিতা কাল

Reporter Name / ৭৫ Time View
Update Time : সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

 

হৃদয় ইসলাম :

জুলাই বিপ্লব উদযাপন উপলক্ষে অর্ধশতাধিক বালক ও তরুণ বক্সারের অংশগ্রহণে আগামীকাল বৃহস্পতিবার একদিনব্যাপী বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগ ও সংস্থার উদীয়মান বক্সাররা অংশ নেবেন।

অনুষ্ঠেয় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহসভাপতি ফায়াজুর রহমান ভূঞা এবং সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও ওজন শ্রেণিতে বক্সাররা লড়াই করবেন। স্কুল পর্যায়ের বালক ও বালিকাদের জন্য নির্ধারিত হয়েছে ৩৭ ও ৪০ কেজি ওজন শ্রেণি। জুনিয়র বিভাগে বালক ও বালিকারা অংশ নেবেন ৪৮ ও ৫০ কেজি ওজন শ্রেণিতে। তরুণ ও তরুণীদের জন্য রাখা হয়েছে ৫৪ ও ৫৭ কেজি ওজন শ্রেণি। এছাড়া সিনিয়র ছেলে ও মেয়েদের জন্য ৫০, ৫২, ৫৬ ও ৬০ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি সেনাবাহিনী, আনসার ও পুলিশ বাহিনীর বক্সাররা অংশগ্রহণ করবেন। আয়োজকরা আশা করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন ও প্রতিভাবান বক্সারদের খুঁজে বের করা সম্ভব হবে, যা দেশের বক্সিং অঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

দিনব্যাপী খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *