বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের আয়োজনে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত
হৃদয় ইসলাম :
বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী আবুল বাশার, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন।
এ সময় সহ-সভাপতি সুলতান মাহমুদ পলাশ বলেন, “আমি জিয়ার সৈনিক হিসেবে বিগত সময়ে দলের জন্য বহু ত্যাগ স্বীকার করেছি, ভবিষ্যতেও দেশ ও দলের স্বার্থে কাজ করে যাব।”
সভাপতি এস এম হৃদয় ইসলাম চুন্নু (ঢাকা জেলা জিসপ) তাঁর বক্তব্যে বলেন, “নির্বাচন নিয়ে যারা তালবাহানা করছে, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের দুশমন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব।”
এছাড়া বক্তব্য রাখেন প্রকাশনা সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন (সোহাগ), মহানগর দক্ষিণসহ থানা কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।