মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
জিয়াউর রহমানের মাজারে জিসপ নেতাকর্মীদের শ্রদ্ধা ও দোয়া
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ—জিসপ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ: এ সময় উপস্থিত ছিলেন—জিসপ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকন,
সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,
জিসপ ঢাকা জেলা সভাপতি এস. এম. হৃদয় ইসলাম চুন্নু,সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদার, সুলতান আলী পায়েল,হাজী মোহাম্মদ মিজান শিকদার,
ফিরোজ মিয়া সহ আরও অনেক নেতৃবৃন্দ ও কর্মীরা।
দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জিসপ ঢাকা জেলা সভাপতি এস. এম. হৃদয় ইসলাম চুন্নু বলেন,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী।
তিনি অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন এবং দেশের কল্যাণে কাজ করে গেছেন।
তার নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে।
তিনি আরও বলেন,আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রিয় নেতা তারেক রহমানের দিকনির্দেশনা মেনে সকল নেতাকর্মীকে সুসংগঠিত হয়ে আন্দোলন-সংগ্রামে এগিয়ে যেতে হবে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।