বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্টের মির্জাপুর উপজেলা শাখার পূর্ববর্তী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়েছে।
৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে ঢাকার আরামবাগস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়,
১০/২ বক্স কালভার্ট রোড, আরামবাগ, বা/এ, মতিঝিল, ঢাকা—এ আয়োজিত এক বিশেষ সভায় ১৫ সদস্য বিশিষ্ট মির্জাপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকদের সংগঠিত করা এবং তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে এই পুনর্গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন কমিটিতে,সভাপতি, মো. মজনু মিয়া
সাধারণ সম্পাদক, তারেক সিদ্দিকী
তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ ১৫ সদস্যের কমিটি দায়িত্ব গ্রহণ করে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সমাজের সার্বিক কল্যাণে কাজ করবে এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে না। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, ন্যায্যতা ও জনগণের স্বার্থ রক্ষায় সংগঠন আরও ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
সভায় আরও জানানো হয়, সাংবাদিক সমাজের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ, সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগকে আরও এগিয়ে নিতে এই কমিটি ভবিষ্যতে সক্রিয় ভূমিকা পালন করবে।