বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা সদরঘাটস্থ মেহেন্দিগঞ্জ-হিজলা-মুলাদী জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে কোতোয়ালি থানা নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক মোঃ আক্তার সিকদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রবিবার বিকালে সদরঘাট গ্রেট ওয়াল মার্কেটে ফোরামের স্থায়ী কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা এম এ হক ও ফরহাদ হোসেন অলু, ফোরামের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক ইলিয়াস মিদ্দা,
যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেনের
মাইদুল ইসলাম, হাজী হাবিবুর রহমান, মাসুদ রানা, কোতোয়ালি থানা ওলামা দলের আহ্বায়ক এস এম হৃদয় ইসলাম, বিএনপি নেতা মোঃ সেলিম, মোঃ মিজান, মোঃ সবুজসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ওলামা দল কোতোয়ালি থানা আহবায়ক এস এম হৃদয় ইসলাম বলেন, “নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “কোতোয়ালি থানার জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়েই সামনে সকল কার্যক্রম পরিচালিত হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আক্তার সিকদারকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।