সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলায় বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এম পি ড. শাম্মী আহমেদ। বৈশিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় সারা দেশে বৃক্ষরোপনের লক্ষে চারা উত্তোলন ৪র্থ পর্যায় প্রকপ্লের আওতায় ২০২৩,২০২৪ অর্থ সালের বিনা মূল্যে চারা বিতরণের উদ্বোধন উপলক্ষে বলেন জলবায়ু মোকাবিলায় বেশি করে গাছ লাগান,গাছ আমাদের নানান ভাবে বাচিয়ে রেখেছেন। যাহার উদারন দক্ষিনাঞ্চলের সিডর দেশে যে পরিমানে বনায়নের গাছ উজার হচ্ছে,তাতে আমাদের জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের সম্মুখিন হতে হবে। তাই সকলে বৃক্ষরোপনে গুরুত্ব দিতে হবে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে চারা বিতরণ অনুষ্ঠানে হিজলা সহকারী কমিশনার ভুমি ইয়াসীন সাদেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার,ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন,উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল ইসলাম মৃধা,উপজেলা বন কর্মকর্তা শাহে আলম সহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দ৷।