চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্নসাত : পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আদালতে মামলা
আজাহার ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় : চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্নসাতের অভিযোগে পুলিশ কনস্টেবল মিলন আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ইলিয়াস হোসাইন।
মামলার সুত্রে জানা যায়, গত বছরের ২৬ সেপ্টেম্বর বাদীর ছোট ভাই আরিফুল ইসলাম বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আবেদন করলে তাকে পুলিশে নিযোগ করে দিবে বলে গত বছরে ১৮ অক্টোবর একটি চুক্তিনামা করে ১০ লক্ষ টাকা গ্রহণ করে পুলিশ কনস্টেবল মিলন আহমেদ।
গত বছরের ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর দিনাজপুর পুলিশ লাইন মাঠে বাদীর ছোট ভাই আরিফুলের পরীক্ষা অনুস্ঠিত হয়। পুলিশ কনস্টেবল মিলন আহমেদ বলেন পরীক্ষা দিতে হবে না। আমি মাঠে আছি। এবং আরিফুলের এডমিট কার্ড আমার কাছে। আমি চালিয়ে নিবো। বাদী বলেন পরীক্ষায় অংশ গ্রহণ না করে এটা কিভাবে সম্ভব।
পুলিশ কনস্টেবল মিলন আহমেদ বলেন,এখন দেশে সরকার নেই। আমি সব কিছু সামলিয়ে নিবো। এই কারণে আরিফুল পরীক্ষায় অংশ গ্রহণ করে নাই। মিলন বলে চিন্তার কোন কারণ আমি কাজ চালিয়ে যাচ্ছি। কিছুদিন পর চাকুরী প্রত্যাশি আরিফুল চাকুরীর বিষয় জানতে চাইলে। মিলন বিভিন্ন অজুহাত দেখায়। কনস্টেবল মিলনের কাছে চাকুরীর টাকা ফিরতে চাইতে গেলে কনস্টেবল মিলন বলেন আমিতো সব টাকা স্যারকে দিয়ে দিছি। তখন আমি বলি অতো কিছু বুঝি না। আমার টাকা ফেতর চাই। মিলন ধমক দিয়ে বলে আমার কাছে টাকা চাইলে আমার ছোট বোন কে দিয়ে নারী নির্যাতন মামলা দিয়ে পরিবারের সবাইকে বাড়ি ছাড়া করবো।
চাকুরীর টাকা ফেরত না দেয়ায় পুলিশ কনস্টেবল মিলন আহমেদের বিরুদ্ধে গত ৫ মে ইলিয়াস হোসাইন বাদী হয়ে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (ঢাকা সাভার আমলী) আদলতে মামলা দায়ের করে।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে দতন্তপুর্বক পরবর্তীতে ৮ আগস্ট ২০২৫ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে চাকুরী দাতা পুলিশ কনস্টেবল মিলন আহমেদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে মুঠোফোন
রিসিভ করে গণমাধ্যমকর্মীর কথা শুনে মুঠফোন বন্ধ করে দেন। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta