
চাকরী স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি
হৃদয় ইসলাম :
আজ সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি সার্ভিস সেন্টারের বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীবৃন্দ চুক্তিভিত্তিক প্রথা বাতিল করে চাকুরী স্থায়ী করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করে কাজে ফিরে যায়। চাকুরী স্থায়ী করনের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আন্দোলন কর্মসূচির একজন সমন্বয়ক ডেইজি আক্তার বলেন, বিগত ২৪ বছরেও আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হয়নি, ফলে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি। করোনা মহামরির সময় আমরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করি এবং আমাদের অনেক সহকর্মী মৃত্যুবরন করেন কিন্তুু এমতাবস্থায়ও আমরা কোন সহযোগিতা পাইনি ও চাকুরী স্থায়ী করনের সুযোগ চেয়েও বঞ্চিত হয়েছি। আরেক সমন্বয়ক সোবাহান হোসেন চৌধুরী বলেন, অডিট বিভাগ চাকুরী স্থায়ী করনের সুপারিশ করা শত্তেও কর্তৃপক্ষ আমাদের চাকুরী স্থায়ী করণের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং আমাদের কয়েকজন সহকর্মীকে চাকুরীচ্যুত
করা হয়েছে। অর্গানোগ্রাম ও অধ্যাদেশের দোহাই দিয়ে আমাদের বিগত ২৪ বছর ধরে শোষন করা হচ্ছে। এখন আমাদের এক দফা এক দাবী। চাকুরী স্থায়ী করন চাই।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta