চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন প্রকল্প নিয়ে পাউবো’র গণশুনানি
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নদীর উন্নয়নসহ বহুমুখী প্রকল্প বাস্তবায়নে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নিজস্ব কার্যালয়ে গণশুনানির আয়োজন করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের আওতায় জেলায় চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের ওপর এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এস, এম, আহসান হাবীব।
অনুষ্ঠিত গণশুনানিতে অংশগ্রহণ করেন ৫৩ বিজিবি’র সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার রুপ কুমার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তায়েফ উল্লাহ হুজাইফ, বালিয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুনিরুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক মোঃ আব্দুর রহিম, শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রফেসর কামাল উদ্দীন, শিবগঞ্জ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান, নাগরিক টিভির সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, মাসুদুর রহমান, ইজউই ফারুক আহমেদ, এ. এইচ. এম. এম বাচ্চু, চরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেব জান মাস্টার, ঠিকাদার জামাল উদ্দীন নাসের, ঠিকাদার খাজা তারেক, ঠিকাদার আব্দুল্লাহ খান, ঠিকাদার আলহাজ্ব রাকিবুর রহমান প্রমুখ।
গণশুনানিতে বর্তমান প্রকল্পগুলোর অগ্রগতি, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta