গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার ও ফাঁসির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন।
হৃদয় ইসলাম:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার দাবিতে আজ শুক্রবার (৯ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় রিপোর্টার্স ক্লাব (জেআরসি) কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভাপতিত্ব করেন জাতীয় রিপোর্টার্স ক্লাব (জেআরসি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল আলীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম চুন্নু।এছাড়াও উপস্থিত ছিলেন—সহসভাপতি শাহ মোয়াজ্জেম, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রাহায়ন উদ্দিন মানিক, জুরাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. শাহিন আহমেদ, খিলগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. স্বাধীন আহমেদ, সদস্য মো. কবির শাহ, সদস্য মো. আসাদুল, সদস্য মোসা. জেসমিন আক্তার রোদেলা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ৭ আগস্ট ২০২৫, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহের সময় শত শত মানুষের উপস্থিতিতে দেশি অস্ত্র দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়। এই ঘটনা দেশের গণমাধ্যমকর্মীদের জন্য গভীর শোক ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জাতীয় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম বলেন যে দলেরই হোক না কেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা মনে করেন একজন সাংবাদিককে হত্যা করে বাকিদের ভয় দেখানো যাবে, তারা গভীর ভ্রান্ত ধারণায় আছেন। হাজারো সাংবাদিকের কলম থামানো যাবে না। ভূমিদস্যু, দখলবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের কলম চলতেই থাকবে।বক্তারা আরও বলেন—বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা ও হত্যার প্রবণতা বেড়ে যাওয়া গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য বড় হুমকি। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ধরনের অপরাধ বন্ধ হবে না।
জাতীয় রিপোর্টার্স ক্লাবের দাবি:
১. সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত তদন্ত সম্পন্ন করা।
২. হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করা।
৩. সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে পাস করে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
বক্তারা জানান—নির্বিচারে সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশের স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta