সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
গাইবান্ধায় দুইশত সুপারি গাছ রোপণের উদ্বোধন
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সোমবার বিকেলে দুইশত সুপারি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সম্পাদক এস এম রাশেদ, ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, উপজেলা কৃষি অফিসার শাহাদৎ হোসেন, এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী জুবায়ের হোসেন এবং ঈদগাহ মাঠের মুখপাত্র অ্যাডভোকেট এ এস এম হুমায়ুন ইকবাল।
রোপণ শেষে দোয়া পরিচালনা করেন গাইবান্ধা বড় মসজিদের পেশ ইমাম ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব মুফতি মাহমুদুল হাসান।