বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
আগামী ৫ জানুয়ারি ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর বেইলি রোডস্থ গাইড হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অঙ্গনের জনপ্রিয় নায়িকা শাকিরা এবং খ্যাতিমান নৃত্যপরিচালক সুমন রঙ্গিলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের গুণী অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পীরা অংশ নেবেন এই আয়োজনে। আয়োজকদের প্রত্যাশা—শিল্প–সংস্কৃতির বৈচিত্র্যময় উপস্থাপনায় অনুষ্ঠানটি হবে বর্ণিল, প্রাণবন্ত ও দর্শকদের জন্য স্মরণীয় এক অভিজ্ঞতা।
সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে শিল্প–সংস্কৃতিপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।