কেরানীগঞ্জে সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুরের করেরগাঁও এলাকায় শত বছরের পুরনো একটি সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশকর আলীর বিরুদ্ধে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেম্বার।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশকর আলী ও তার ছেলে তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী আজগর খালটি অবৈধভাবে ভরাট করে তাদের ব্যক্তিগত জমিতে রাস্তা তৈরি করছেন। খাল ভরাটের কারণে এলাকার পানিনিষ্কাশনব্যবস্থা ব্যাহত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া, কৃষকদের দাবি, খাল দখলের ফলে কৃষিজমির জন্য প্রয়োজনীয় সেচের সুবিধাও হারিয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষক রমিজ উদ্দিন বলেন, "কেরানীগঞ্জে খাল-বিল ভরাটের কারণে কৃষিজমি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। সরকারি খাল পর্যন্ত দখল হয়ে যাচ্ছে, এতে কৃষিকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।"অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আশকর আলী বলেন, "দীর্ঘদিন ধরে খালে পানি প্রবাহ বন্ধ রয়েছে। তাই আমার জমির জন্য রাস্তা তৈরি করছি। যদি কোনো বাধা আসে, তাহলে রাস্তা নির্মাণ বন্ধ রাখব।"
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, "কৃষকদের ফসল রক্ষায় পানি নিষ্কাশন নিশ্চিত করতে এবং খাল দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"স্থানীয়রা দ্রুত খাল পুনরুদ্ধারের দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta