ইউএনওর অভিযানে কেরানীগঞ্জ প্রতারণার পর্দাফাঁস
ইউএনওর অভিযানে কেরানীগঞ্জে প্রতারণার পর্দাফাঁস
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পরিচালিত এক অভিযানে ধরা পড়েছে ভুয়া চিকিৎসক। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের জেল দিতে নির্দেশ দেওয়া হয়।
ভুয়া চিকিৎসকের পরিচয়:
আটককৃত ভুয়া চিকিৎসকের প্রকৃত নাম মো.মাহাবুবুর রহমান, পিতার নাম মৃত আবুল মজিদ শিকদার, মাতার নাম সেলিনা বেগম। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার হাসানপুর উত্তর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কেরানীগঞ্জের কালিগঞ্জে বসবাস করতেন।
তবে তিনি নিজের নাম পরিবর্তন করে ডা. মো. আবু ফরহাদ (মাহাবুব) পরিচয়ে কালিগঞ্জ বাজারের ‘মোল্লা মেডিকেল হল’-এ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। নিজের ভুয়া পরিচয়ের সঙ্গে মিলিয়ে মিথ্যা ঠিকানা ও পিতার নাম ব্যবহার করতেন। এছাড়া তার নামে দুইটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
আল বারাকা হাসপাতালে চিকিৎসা:
এক ভুক্তভোগী জানান, মাত্র দুই মাস আগেও তিনি কদমতলী গোলচক্কর শহীদ নগর এলাকার আল বারাকা মডেল হাসপাতালে নিজেকে "বিএস, পিজিটি (মেডিসিন), সিসিডি (বারডেম), এআরসিপি (UK)" পরিচয়ে রোগী দেখাতেন। সেখানে তিনি মেডিসিন ও ডায়াবেটিস, মা ও শিশু বিভাগে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন। অথচ তার কোনো বৈধ ডিগ্রি বা চিকিৎসা সনদ নেই।
স্থানীয়দের অভিযোগ, একটি নামকরা হাসপাতাল কীভাবে যাচাই-বাছাই ছাড়াই একজন ভুয়া চিকিৎসক দিয়ে রোগী দেখিয়েছে, তা গভীরভাবে প্রশ্নবিদ্ধ। এলাকাবাসী ওই হাসপাতালের মালিক ও কর্তৃপক্ষকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিযান ও রায়:
জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) বিষয়টি নিশ্চিত করে ইউএনও-এর দপ্তরে জানালে, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় জরুরি ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাহাবুব কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। তার বিরুদ্ধে প্রতারণার প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।
জনমনে স্বস্তি:
এই ঘটনায় স্থানীয় জনগণ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta