কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জে অনুমোদনহীন ওয়াশিং কারখানার সারি” অবৈধ কারখানার ছড়াছড়ি কেরানীগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য ওয়াশিং কারখানা, যার বেশিরভাগই চলছে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই। এই কারখানাগুলোর নেই কোনো পরিবেশ সনদ, নেই বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি।
অবৈধ গ্যাস সংযোগে চলছে কারখানার কাজ, আর গ্যাস সংকটে ভোগে এলাকাবাসী” চুরি করা গ্যাসে চলছে কারখানা, বাসায় গ্যাস নেই।
এসকল কারখানা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছে। দিনের বেলায় কিংবা গভীর রাতে, গোপনে পাইপলাইন বসিয়ে নেয়া হচ্ছে সংযোগ। এর প্রভাবে পার্শ্ববর্তী ঘরবাড়ি ও দোকানে গ্যাসের চাপ থাকছে না, রান্না করতেও হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
বর্জ্যে দূষিত খাল, নেই কোনো নজরদারি”
বর্জ্যে পরিবেশ দূষণ কারখানাগুলো থেকে প্রতিদিন ফেলা হচ্ছে কেমিক্যালযুক্ত পানি ও বর্জ্য। এসব বর্জ্যে নদী-খাল ও আশপাশের জমি দূষিত হচ্ছে। মাছ ও উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে।
প্রশাসনের ভূমিকায় প্রশ্ন
এতোসব অনিয়ম চললেও প্রশাসনের পক্ষ থেকে নেই তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা। এলাকাবাসীর অভিযোগ, গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের একাংশের সহযোগিতায় এসব কারখানা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম।
কেরানীগঞ্জে পরিবেশ বিধি ও গ্যাস সংযোগ আইন উপেক্ষা করে চলছে অসংখ্য ওয়াশিং কারখানা। এতে একদিকে যেমন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, অন্যদিকে রাষ্ট্র হারাচ্ছে রাজস্ব। প্রয়োজন দ্রুত অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta