সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নেতা–কর্মীরা সভাপতি এস এম হৃদয় ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান

Reporter Name / ২৩৪ Time View
Update Time : সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Oplus_131072

স্টাফ রিপোর্টার:

কেরানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সংগঠনের কমিটির নেতৃবৃন্দরা প্রধান অতিথি ও ঢাকা জেলা সভাপতি এস এম হৃদয় ইসলামকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানের শুরুতে সহসভাপতি আরমান, সাধারণ সম্পাদক মো. আমান, সাংস্কৃতিক সম্পাদক মো. আ. সামাদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মনজুরুল হোসেন, প্রচার সম্পাদক ফিরুজ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম এবং সংগঠনের অন্যান্য নেতা–কর্মীরা প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সভায় বক্তারা সংগঠনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ করণীয় এবং তৃণমূল পর্যায়ে দল ও সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম হৃদয় ইসলাম বলেন,আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে, মানুষের সমস্যার কথা শুনতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে এগোতে হবে। নেতা–কর্মীরা যদি মনোবল ধরে রাখেন, তবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন আমাদের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হয়ে উঠবে।

তিনি আরও বলেন যে, যুবসমাজকে সংগঠনের সঙ্গে যুক্ত করতে হবে এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে হবে যাতে জনগণের আস্থা আরও বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে উপস্থিত সকল নেতা–কর্মী আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *