বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
ক্রাইম রিপোর্টার:
কেরানীগঞ্জ শুভাঢ্যা পশ্চিম পাড়া, দিঘির পাড়, এলাকায় উচ্চস্বরে গান-বাজনা বাজানো কেন্দ্র করে গত ১৫ই মে ২০২৪ইং রাত ১১টার দিকে বাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী সমির ঘোষ জানান রাত ১১টার সময় অনিক হিন্দু উচ্চস্বরে গান-বাজনা বাজাচ্ছিলো।এলাকার কয়েক জন মুরুব্বিরা বন্ধ করতে বললে বন্ধ করে নাই। আমি কাজের থেকে আসার পথে বাড়ীর সমনে নেমে দেখি অনিক হিন্দু উচ্চস্বরে গান-বাজনা বাজাচ্ছে। সাউন্ড কমাতে বললে তর্ক বিতর্ক হয়। তিনি চলে যায় বাড়ীতে , আসার কিছুক্ষণ পর বিপুল মজুমদার, পিতা, হরিপাল, মৃত মজুমদার অনিক মজুমদারদার, পিতা বরাত মজুমদার,সজিব মজুমদার, পিতা বিপুল মজুমদার,বরাত মজুমদার, পিতা নেপাল মজুমদার, আরো প্রায় ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাং বাড়িতে ডুকে দেশি অস্ত্র ও লোহার রড দিয়ে ঘর ও মন্দির ভাংচুর করে। এসময় বাধা দিলে প্রজিত ঘোষসহ মহিলারা আহত হয়। তাদেরকে স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল (মিটফোর্ড) ভর্তি করা হয়।
ভুক্তভোগী শমির ঘোষ এপ্রতিবেদককে জানান পূর্বের শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটায়। কারণ প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে মামলা চলছে। এবিষয়ে প্রজিত ঘোষ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এবিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মামুন অর রশিদ এর সাথে মুঠোফোনে জানতে চাইলে। তিনি বলেন,দুই পক্ষের। মামলা নেওয়া হয়েছে।