কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মান্দাইল খালের ঘাট সংলগ্ন গকুলচর এলাকায় জামালের মালিকানাধীন কারখানায় অনুমোদনহীনভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটির ভেতরে নেই কোনো স্বাস্থ্যকর পরিবেশ বা মান রক্ষার ব্যবস্থা। খাবার তৈরির স্থানটি দুর্গন্ধময়, অপরিচ্ছন্ন এবং ঝুঁকিপূর্ণ।
উৎপাদিত খাদ্যগুলোর মধ্যে রয়েছে আচার, চকলে (চকলেট জাতীয় খাদ্য),আরও নানা পণ্য যা শিশুদের মাঝে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। কিন্তু এসব খাদ্যপণ্যের নেই কোনো বিএসটিআই অনুমোদন বা মান যাচাই।
তথ্য সংগ্রহকালে দেখা যায়, কারখানা কর্তৃপক্ষ সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে ‘নজর আনা’ বা ব্যক্তিগতভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এমন অনিয়ম বহুদিন ধরে চলছে, অথচ কেউ ব্যবস্থা নিচ্ছে না। তাঁরা বলেন, "এখানে যা তৈরি হয়, তা শিশুদের খাওয়ানোর অযোগ্য। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।
কারখানার আশেপাশের পরিবেশও মারাত্মকভাবে দুষিত, যা শিশুদের পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে এখনই প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত আইনানুগ ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta