কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ইয়াবা ট্যাবলেট প্যাকেট করার সময় মোঃ রফিক মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেপ্তারকৃত ব্যবসায়ী রফিক মিয়ার বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক কারবারি রফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক এলাকার চিহ্নিত মাদক কারবারি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে। সোমবার সকালে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট প্যাকেট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারবারির বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টা করে ওই কারবারি। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta